Monday, October 26, 2009

সার্চ ইঞ্জিন রেংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব এক

এই টিউনটিতে সার্চ ইঞ্জিন রেংক, SEO, এডসেন্স টিপস বিষয়ক টিউন করছি। এ পর্বে SEO ও এডসেন্স বিষয়ক টিপস দেব


  • বিভিন্ন সাইটে আপনার ব্যাক লিংক দিন যা পেজ রেংক এর জন্য গুরুত্ব পূর্ন।

  • পেজ এর ব্যাকগ্রাউন্ড ও এ্যাড এর ব্যাকগ্রাউন্ড ও বর্ডার এর রং একই রাখুন।

  • লেখার মাঝে নিরাপদ দূরত্বে ও নেভিগেশন বার এর নিচে লিংক ইউনিট এর এড ব্যাবহার করুন।

  • অপেক্ষাকৃত সহজ বানানের মনে রাখা যায় এমন ডোমেইন ব্যাবহার করুন।

  • অবশ্যই সব জায়গায় পজেটিভ এ্যাপ্রোচ নিয়ে কমেন্ট করুন।

  • বিভিন্ন গ্রুপ ও কমু্নিটি তৈরীর মাধ্যমে Social network তৈরী করুন।

  • বিভিন্ন ব্লগে জনপ্রিয় বিষয়ে আর্টিকেল লিখুন।

  • দেশ বিদশী বিভিন্ন সাইটে ও ব্লগে কমেন্ট করুন এবং সেখানে আইডি হিসেবে আপনার ডোমেইনটি ব্যাবহার করুন।

  • প্রতিটি পোষ্ট এর জন্য আলাদা টাইটেল, মেটা কী ওয়ার্ড ও মেটা ডিসক্রীপশন ব্যাবহার করুন।

  • Frame এবং Iframe যথাসম্ভব বর্জন করুন।

  • উন্নত, জনপ্রিয় ও বিরল কনটেন্ট ব্যাবহার করুন।

  • প্রতি পাতার কিছু কী ওয়ার্ডে ট্যাগ ব্যাহার করুন।

  • লিংক ও সাবডোমেইন গুলোকে পরিচ্ছন্ন, ছোট ও স্পষ্ট রাখুন।

  • পেজ ভিউয়ার রা যেন সহজেই তার প্রত্যাশিত বস্তুটি খুজে পায় এমনভাবে ডিজাইন করুন।

  • ইআরএল দিয়ে ভিডিও শেয়ার করুন।

  • গ্রাফিক্স, ফ্লাশ, মুভি ক্লিপ, সাউন্ড, পপ আপ এসবের কোন মূল্য সার্চ ইঞ্জিনে নেই তা এগুলোও যথাসম্ভব বর্জন করুন।

  • ছবির জন্য কী ওয়ার্ড বান্ধব নাম ব্যাবহার করুন।

  • কী ওয়ার্ড গুলো জনপ্রিয় হয় সেদিকে খেয়াল করুন।

  • প্রতিটি ছবিরজন্য আলাদা Alt ট্যাগ ব্যাবহার করুন।

  • প্রতিটি লেখার জন্য আলাদা ট্যাগ ও কীওয়ার্ড ব্যাবহার করুন।

  • Deep link ও Non Anchor text ব্যাহার করুন।

  • খুব বড় নয় আবার খুব ছোটও নয় কিন্তু কীওয়ার্ড ও SEO বান্ধব সহজ বানানের এমন ডোমেইন ব্যাবহার করুন।

  • সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।

  • RSS Feed ব্যাবহার করুন।

  • HTML কে পরিচ্ছন্ন রাখুন।

  • Sitemap ব্যাবহার করুন। এখানে আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করতে পারেন।

  • Java ও CSS এর জন্য আলাদা ফাইল ব্যাবহার করুন।

  • লিংকগুলোকে যথাসম্ভব স্পষ্ট রাখুন।

  • গুগল এর ওয়েমাষ্টার, এড ইউআরএলএনালাইটিক সার্ভিস ব্যাবহার করতে পারেন ভিজিটর বাড়ানোর জন্য।

  • পপুলার কী ওয়ার্ড ব্যাবহার করুন লেখায়। এবং আপনার লেখার 6-10% জুড়ে আপনার টার্গেটকৃত কীওয়ার্ডটি দিন।

  • আর লেখার সময় লেখা গুলো এমন ভাবে লিখুন যেন তা সার্চ ইঞ্জিন ও কীওয়ার্ড বান্ধব হয়। যেমন আপনি আপনি হয়ত লিখবেন Song কিন্তু যারা সার্চ করবে তারা লিখবে latest song download free অথবা free song download তাই যেভাবে সার্চ হবার সম্ভাবনা থাকবে বা ঐ অপশনটির জন্য যে কী ওয়ার্ড আছে তা ব্যাবহার করুন।

  • নিয়মিত পেজ আপডেট করুন প্রতিদিন কমপক্ষে নতুন একটি পেজ তৈরী করুন।

  • সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।

  • ভিউয়ার দের সাথে প্রতারনা থেকে দূরে থাকুন।

  • কপি পেষ্ট থেকে বিরত থাকুণ।

  • গুগলের সাথে চালাকি করার চেষ্টা করবেন না।

  • জনপ্রিয় মিডিয়া সমূহে আপনার সাইটের বিঞ্জাপন নিয়মিত দিন।

  • ভিউয়ার রা যেন আবার আসে সে জন্য সাইটে তাদের আকর্ষন করার জন্য কোন ইলিমেন্ট রাখুন।

  • সাইটে বিভিন্ন জরিপ, প্রতিযোগীতা, পুল এসবের নিয়মিত আয়োজন রাখুন।


এটা আমার সাইটের গত এক সপ্তাহের শুধু হোম পেজের(অন্যান্য ব্লগ গুলো বাদে) কাউন্টার। অন্যান্য পেজের কোন হিসেব এর সাথে জড়িত নয়।

counter.jpg

0 comments:

Free Website Submission

Submit your site to
20+ search engines
I agree to the terms:
Template by : Raihan Earn Dolar