Monday, October 26, 2009

এডসেন্স চেক বিষয়ক কিছু TIPS

এ মাসে অনেকেই তাদের প্রথম এডসেন্স চেক পাচ্ছে স্বাভাবিক ভাবেই তারা অস্থির এবং উত্তেজিত। এদের মধ্যে অনেকেই আমাকে ফোন দিয়ে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে। তাই ভাবলাম তাদের জন্য এডসেন্স চেক বিষয়ক কিছু কথা নিয়ে একটি টিউন করি। অন্যরা হয়তো এই টিউনটিকে তেমন ভালোভাবে নেবেন না কিন্তু তারপরও যেহেতু এটি একটি টেক ব্লগ। আর টেক ব্লগে এগুলো আসলে সময়ের আলোচিত এবং আকাংখিত বিষয় তাছাড়া বাংলাদেশে এতে সফল ব্যাক্তিদের মধ্যে যেহেতু আমিও একজন তাই সব চিন্তা করে এই নিয়ে লেখা।

এডসেন্স থেকে যখন চেক ইস্যু করা হয়( পেমেন্ট হিস্টোরী পেজে পাবেন) তখন পাবলিশার কে DHL AWB(যারা কুরিয়ারে আনেন, তবে আমি সব পাবলিশারকেই বলবো কুরিয়ারে আনার জন্য তাতে একাউন্ট ব্যান হওয়ার পরও সমস্যা হয় না।) নাম্বারটি দেয়া হয় না এটা দেয়া হয় বেশ কিছুদিন পর। তাই তখন পাবলিশাররা জানতে পারেন না যে তার চেক তখন কোথায় আছে বা কবে তিনি পাবেন। এ সমসস্যার একটি সহজ সমাধান আছে তা হল পেমেন্ট ইস্যু হওয়ার সময় এডসেন্স থেকে চেক নাম্বারটি দেয়া হয়। আর এই চেক নাম্বারটিকেই ডিএইচএল ব্যাবহার করে শিপিং রেফারেন্স হিসেবে। তাই আপনি DHL এ ফোন করে আপনার চেক নাম্বারটিকে শিপিং রেফারেন্স এ খোজ করতে বললে তারা আপনাকে অনেক আগেই আপনার চেক এর বিস্তারিত তথ্য , কখন কোথায় আছে, কবে আসবে তার জানাতে পারবে। অবশ্য এটি আপনার নাম বললেও তারা সার্চ করে বের করতে পারে কিন্তু তা আসলেই কঠিন এবং বেশীরভাগ সময়েই সম্ভব হয় না। তবে যেভাবেই বের করুন না কেন আপনার DHL AWB নাম্বারটি নিতে ভুলবেন না। তাতে আপনি আবার যদি খোঁজ নেন তাহলে DHL AWB নাম্বারটি দিয়েই সহজে খোঁজ নিতে পারবেন।

আর সব এডসেন্স পাবলিশার যারা এখনো চেক বা পেমেন্ট পাননি তাদের জন্য আমার দুটি টিপস :
তা হল- চেক অবশ্যই কুরিয়ারে মাধ্যমে আনবেন যদিও চার্জ কাটা হয় তারপরও। আর এ জন্য আপনার একাউন্টটি অবশ্যই ব্যাংকের লোকাল ব্রাঞ্চে করবেন।

0 comments:

Free Website Submission

Submit your site to
20+ search engines
I agree to the terms:
Template by : Raihan Earn Dolar